• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

রাণীনগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫
রাণীনগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে গলায় রশি পেঁচানো অবস্থায় নয়ন চন্দ্র পাল (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নয়ন পাল আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত নিধুবন পালের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার পরিবারের দাবি- নয়ন পাল বেশকিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নয়ন। এরপর রাতে কোন এক সময় তিনি বাড়ির বাহিরে যান। সোমবার সকাল ৬টার দিকে তার পরিবার ও স্থানীয়রা বাড়ির সামনে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় নয়ন পালকে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন
জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ