ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ১০ দিনব্যাপী একুশে বই মেলা শুরু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ০২:১১ এএম


loading/img
ছবি : আরটিভি

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বিজ্ঞাপন

অতরিক্তি জলো প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দনে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার।

সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া। আলোচনা সভা শেষে বিভিন্ন লেখকরে সমন্বয়ে প্রকাশতি ছড়া বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আনন্দধ্বনি সংগীত বিদ্যায়তনের শিল্পীরা। মেলায় ৩০ টি বইয়ের স্টল রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |