• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লাশ নিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১
লাশ নিয়ে মিছিল, যুবলীগ
ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে (২৭) কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওয়াপাড়া পৌর যুবলীগ এসময় আসামিদের ধরে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন পৌর যুবলীগের নেতারা

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়

লাশবাহী অ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে পরে নুরবাগ এলাকায় এসে শেষ হয়

সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণ লীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতারা

উল্লেখ্য, রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে পরে স্থানীয়রা তাকে জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম হত্যার ২২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ
পেরেক দিয়ে উপড়ানো হয় যুবকের দুই চোখ, কাটা হয় রগ
বস্তিবাসীর সড়ক অবরোধ, মিরপুরে যান চলাচল বন্ধ