• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কলেজছাত্র হত্যায় ৭ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯
ফাইল ছবি

জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও সাতজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও অতিরিক্ত ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রামদেব গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন।

মামলার বাদী পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্রকে লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র আরও জানান, স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জেরে লিটনকে জবাই করে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলে আসামিরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
জামালপুরের সেই যুবদল নেতাকে শোকজ
জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ  
মাদরাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন