• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

গাইবান্ধায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬
গাইবান্ধায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত
রিজন মিয়া। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী রিজন মিয়া (১৫) নামের এক কিশোর মারা গেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জের পান্থপাড়া বাঁশহাটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

রিজন মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজন মিয়া সন্ধ্যার দিকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া বাঁশহাটির সামনে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে রিজন মিয়াকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার।

তিনি বলেন, কিশোরের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সাইকেল ও মরদেহ থানা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়