• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে কটূক্তি : হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭
প্রধানমন্ত্রীকে কটূক্তি : হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক
মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটক মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ উপজেলার ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান।

তিনি জানান, জেলা প্রশাসকের একটি মতবিনিময় সভা ছিল মঙ্গলবার। এতে তিনি প্রধামন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নতুন জেলা প্রশাসক হিসেবে জিলুফা সুলতানার যোগদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেওয়া উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ একটি বক্তব্য দিয়ে দেশবিরোধী কাজ করেছেন। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু আটক  
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার