• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

জাল রশিদ তৈরি করে প্রতারণা, কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩
জাল রশিদ তৈরি করে প্রতারণা, কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা
মো. আল মুনসুর। ছবি : সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রশিদ তৈরি করে প্রতারণার অভিযোগে মো. আল মুনসুর (৪০) নামে এক কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেন। এ দিন দুপুরে তার কম্পিউটার দোকানে অভিযান চালায় প্রশাসন। কম্পিউটার চেক করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর সেটি জব্দ করা হয়।

তবে মামলার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছেন মুনসুর।

অভিযুক্ত আল মুনসুর উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

পূর্বধলা শহরের একটি দোকানে কম্পিউটার কম্পোজ, চাকরির আবেদন ও জমির নামজারির আবেদন সংক্রান্ত ব্যবসা করেন তিনি। পাশাপাশি তিনি ‘দৈনিক প্রতিবাদ’ নামে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক।

মঙ্গলবার বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন মামলায় উল্লেখ করেন, আল মুনসুর দীর্ঘদিন ধরে তার দোকানে কম্পিউটার ব্যবহার করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ তৈরিসহ বিভিন্ন সনদপত্র প্রস্তুত করে মানুষের কাছ আর্থিক সুবিধা নেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলার পর মুনসুর এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তার কাছ থেকে জালিয়াতির খবর পেয়ে মুনসুরের দোকানে অভিযান চালাই। কম্পিউটার চেক করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদটির হুবহু সফট কপি দেখতে পাই। পরে তার কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। এটি একটি বড় ধরনের প্রতারণা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫