• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ফেরদৌসের

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮
ছবি : সংগৃহীত

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া (১৬) পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার ছেলে। তিনি কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়ক দিয়ে ফেরদৌস মোটরসাইকেলে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে চাপিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এ সময় দ্রুতগামী ট্রাকটি চলে যায়। স্থানীয়রা আহত ফেরদৌসকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ গণমাধ্যমকে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ তারা বাড়িতে নিয়ে গেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ এসএসসি পরীক্ষার্থীকে পেটালেন ছাত্রদল নেতা  
সম্পদ বণ্টনের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
ব্যালটে প্রতীক ভুল, কসবা নির্বাচন কর্মকর্তা বদলি
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার