জেলার মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাহমুদা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৃষ্টিমূলক বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদা বেগম ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের স্ত্রী।
খবরের সত্যতা নিশ্চিত করে নিহতের স্বামী আব্দুর রউফ বলেন, আমার চাচা আব্দুর রাজ্জাকে সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আজ সকালে স্থানীয় গন্যমান্যরা সালিসি বৈঠক করেন। কিন্তু সালিসে বিষয়টি সামাধান না হওয়ায় সবাই বাড়ি চলে যান। এরপর দুপুরে আমরা জুমার নামাজ পড়তে মসজিদে চলে যাই। এ সময় চাচা আব্দুর রাজ্জাক ও তার ছেলে মাসুদ (৪৫) আমার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমার স্ত্রী মারা যান।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানানো হবে।