অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা
কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আমলি আদালতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি উল্লাপাড়া উপজেলা আমলি আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান।
মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী।
অভিযুক্ত সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম একজন প্রতারক। মামলার বাদী পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তানভীর ইমামকে মামলার বাদী বিভিন্ন প্রজেক্টের জন্য সাক্ষীদের উপস্থিতিতে ৮০ লাখ টাকা ধার দেন। পরে একটি বিশেষ কাজের মাধ্যমে ২০ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ৬০ লাখ টাকার জন্য বার বার তলব-তাগাদা করতে থাকলেও তিনি টাকা দিতে তালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তিনি বাধ্য হয়ে বিষয়টি অবগত করে প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত দেন। গত ৩১ জানুয়ারি তিনি ঢাকায় গিয়ে তানভীর ইমামের কাছে টাকা ফেরত চাইলে তানভীর ইমাম টাকা দিতে অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা আমলি আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।’
মন্তব্য করুন