• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভিমান করে নিজেকে শেষ করলেন এক বৃদ্ধ

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭
থানা
ছবি : সংগৃহীত

নানান কারণে পরিবারের সঙ্গে অভিমান ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৫৫ বছর বয়সী শাখাওয়াত হোসেনের। আর সেই অভিমান থেকেই নিজেকে শেষ করে দিতে পেটে চালালেন ছুরি। তাতেও বেঁচে গেলে গাছে উঠে দেন লাফ। এতে মারা যান তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গাছ থেকে লাফিয়ে পরে মারা যান তিনি। শাখাওয়াত হোসেনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে।

এর আগে শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি চালান তিনি। এতে আহত হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসা দেন। স্বজনরা বলছেন, তিনি বেশ হতাশায় ভুগছিলেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, শাখাওয়াত হোসেন অভিমানী ছিলেন। হতাশাগ্রস্তও ছিলেন। শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরিবারের লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান। এরপর সন্ধ্যার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে দৌড়ে একটি গাছে ওঠেন। সেখান থেকে লাফ দিলে, মারা যান তিনি।

ফুলবাড়ী থানার ওসি প্রান কৃঞ্চ দেবনাথ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। থানায় অপমৃত্যুর একটি মামলা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি
পুলিশ জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ: আইজিপি