ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সেনবাগে মোরশেদ আলমের গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:০৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে টানা ৩য় বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোরশেদ আলম এমপির গণসংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা হবে। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্যাহ বাহারের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোরশেদ আলম এমপি।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, আ ন ম খায়রুল আনাম সেলিম, সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন আহমেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল, বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহমুদুল হক লেবু, ডুমুরুয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, এ জে আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছু উদ্দিন আহম্মেদ রিয়াদ, উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সাহাব উদ্দিন, টেক্সওয়ান বিডির চেয়ারম্যান খালেদ মোশারফ হোসেন জুয়েল বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনার কথা রয়েছে সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আলম মামুন ও সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর।

গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের খ্যাত নামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |