বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে গণসংবর্ধনা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা ফুটবল খেলোয়াড় কল্যান অ্যাসোসিয়েশন ও জেলা ফুটবল কোচ অ্যাসোসিয়েশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শহরের চৌরঙ্গী এলাকার মুক্তমঞ্চে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে।
ফুটবল কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সুফী, জেলা জজ কোর্টের গভর্নমেন্টের প্লিডার (জিপি) ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, টুকু ফুটবল একাডেমির সভাপতি টুকু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের প্রমিলা ফুটবলাররা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে এনেছেন। শুধু ফুটবলাররা নয় ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবলেও পঞ্চগড়ের খেলোয়াররা আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে। কিন্তু এ জেলায় এখনও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে ওঠেনি।
তারা পঞ্চগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।
আরটিভি/এমকে
মন্তব্য করুন