• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫
বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে গণসংবর্ধনা
ছবি : আরটিভি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা ফুটবল খেলোয়াড় কল্যান অ্যাসোসিয়েশন ও জেলা ফুটবল কোচ অ্যাসোসিয়েশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

শহরের চৌরঙ্গী এলাকার মুক্তমঞ্চে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

ফুটবল কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সুফী, জেলা জজ কোর্টের গভর্নমেন্টের প্লিডার (জিপি) ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, টুকু ফুটবল একাডেমির সভাপতি টুকু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের প্রমিলা ফুটবলাররা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে এনেছেন। শুধু ফুটবলাররা নয় ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবলেও পঞ্চগড়ের খেলোয়াররা আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে। কিন্তু এ জেলায় এখনও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে ওঠেনি।

তারা পঞ্চগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের সাথে কথা বলবে বাফুফে
স্বাধীন বাংলা ফুটবল দলকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে চায় বাফুফে