মা-ছেলেসহ সড়কে ঝরল ৪ প্রাণ
টাঙ্গাইলের গোপালপুর ও মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলের মৃত্যু হয়। উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ঝাওয়াইল ইউনিয়নের কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম ও তার ছেলে শাকিব মিয়া।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ দুপুরে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি আমিন এবং তানভীর মোটরসাইকেলে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন