• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সুন্নতে খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৩
উজিরপুর মডেল থানা
ছবি : সংগৃহীত

বরিশালের উজিরপুরে এক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে রহমত মোল্লা (৬০) নামের এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বড়াকোঠা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মো. সোহাগ আকনের ছেলে মো. ইব্রাহিম আকনের (৭) আজ দুপুর ২টার দিকে সুন্নতে খতনা করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা। খতনা করতে গিয়ে তিনি ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেন।

এ ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মো. সোহাগ আকন সাংবাদিকদের বলেন, আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই। আমি ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে থানায় মামলা করব। আমি বর্তমানে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রয়েছি। ছেলেকে একটু সুস্থ করে আমি উজিরপুর থানায় মামলা দায়ের করব।

এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি দোষ স্বীকার করে বলেন, ‘আমি ভুলবশত লিঙ্গের বেশি অংশ কেটে ফেলেছি।’

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম
বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
সোহানের চার-ছক্কার বৃষ্টিতে ডুবে গেল বরিশাল, অবিশ্বাস্য জয় রংপুরের
মায়ার্সের ক্যামিওতে বড় পুঁজি বরিশালের