• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

শেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২
শেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার ড্রাইভার বিল্লালসহ আরও এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার তেঁতুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থেকে পান ভর্তি ট্রাকটি আসছিল। আর শেরপুর থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি তেঁতুলতলা বাজারে পৌছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করে। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, তেঁতুলতলা বাজারে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি