• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ফেনীতে পোলট্রি খামারি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫
ফেনীতে পোলট্রি খামারি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
ছবি : আরটিভি

ফেনীর ছাগলনাইয়ার পোলট্রি খামারি আবুল কাসেম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকারীরা কাসেমের খামারের মুরগি বিক্রির ৪ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, এ ঘটনায় জড়িত আলাউদ্দিন মিন্টু (৩৯) ও দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, খামারি আবুল কাশেম ও ঘটনায় জড়িত সকল আসামি একই এলাকায় চলাফেরার সুবাদে একে অপরের পূর্ব পরিচিত ছিল। গত ১৪ ফেব্রুয়ারি আবুল কাসেম তার মুরগির খামারে প্রায় ৪ লাখ ৫৭ হাজার টাকার মুরগি বিক্রি করেছে বলে জানতে পারে আসামিরা। এরপর গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা থেকে ৩টা ৪৫ মিনিট; এ সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত আসামি আলাউদ্দিন মিন্টু (৩৯), দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) ও পলাতক আসামি ইয়াছিন খামারি আবুল কাসেমকে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পর তার কাছে টাকা চাইলে, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন তারা। এরপরও টাকা না দিলে আসামি আলাউদ্দিন মিন্টু (৩৯) তার হাতে থাকা গাছের ডাল দিয়ে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করলে কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্য আসামিরা কিল, ঘুষি, লাথিসহ এলোপাতাড়িভাবে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ গোপন করার চেষ্টা করেন। তারা ঘটনাস্থলের পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ভাসিয়ে দেন মরদেহ।

এ হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি ইয়াছিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ, ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ঈমাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ভোরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া বুড়া মিয়ার তাকিয়া সংলগ্ন কালিদাস পাহালিয়া নদী থেকে পোলট্রি খামারি আবুল কাসেমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সালেহা বেগম লিজা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো
বগুড়ায় খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ২
রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২