• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১
পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
ছবি : আরটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার ও পাটগ্রাম চৈতার বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামে দুজন নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রাম ইউনিয়নের চৈতের বাজার ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

ঘুন্টি বাজারে নিহত আমিনুর রহমান বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের ধওলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে পাটগ্রামে যাওয়ার পথে ঘুন্টি বাজারে একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান নিহত হন। এ সময় ওই মোটরসাইকেলের চালক করিদুল ইসলাম ও মতিজুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহযোগী চালক পলাতক রয়েছেন।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অপরদিকে নিহত সহিদার রহমান উপজেলার চৈতের বাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় চলন্ত বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মৃত সহিদার রহমানের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বুড়িমারী ঘুন্টি বাজার এলাকার সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেল নির্মাতার ছেলে
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১