ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার পিন চুরির সময় ২ যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:২৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে রেললাইন থেকে স্লিপার পিন চুরি করার সময় ২ যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

ওসি জাহাঙ্গীর বলেন, সোমবার রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রোডের শীলা ব্রিজ এলাকায় ২ যুবককে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে তারা পাগলা থানা পুলিশের কাছে আটক যুবকদের সোপর্দ করেন। 

তিনি বলেন, পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশের হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০ স্লিপার পিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে, তাদের উদ্দেশ্য নাশকতা কিনা বা অন্য কিছু। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |