• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩
মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জীবননগর উপজেলার কাবলেরচারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মজনু খাঁ একই উপজেলার সন্তোষপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

জানা যায়, নিহতের সঙ্গে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
‘পুষ্পা টু’ শোয়ের পর হল থেকে উদ্ধার যুবকের মরদেহ