• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এবার খতনা করাতে গিয়ে সংকটাপন্ন শিশু নাহিয়ান

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫২
ছবি : সংগৃহীত

নোয়াখালীতে খতনা করাতে গিয়ে শিশুর গোপনাঙ্গের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক ও তার সহযোগীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ খতনা করার সময় আল নাহিয়ান তাজবীবের (৮) গোপনাঙ্গের মাথার অংশ কেটে ফেলেন। শিশুটির আর্তচিৎকারে বাবা আলমগীর হোসেন দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকে দেখতে পান, তার সন্তানের রক্তে কেবিনের বেড ভিজে গেছে। এ সময় সৌরভ তার দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যান। এরপর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম শিশুটিকে হাসপাতালের কেবিনে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে ডা. সেলিম বলেন, শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সৌরভ ভৌমিক জরুরি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন। নিয়মিত ডাক্তারের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে সে এ দুর্ঘটনা ঘটায়। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, আমার ছেলেকে গরুর মতো তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে তার এ বিপদ ঘটিয়েছে। আমি তাদের ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ তিনজনই পালিয়ে যায়। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি জড়িতদের বিচার চাই।

এদিকে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
চিকিৎসক ও লেখক শুভাগত চৌধুরী মারা গেছেন
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু