ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর কালুখালীতে শরিফ খান (৪২) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইজ গেট বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শরিফ খান একই ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
রুপসা বাজারের অপর দোকানি সিদ্দিক মিয়া বলেন, গত রাতে গ্রামে মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিল শরিফ। কিন্তু মহফিল শেষ না হতেই রাত ১১টার দিকে শরিফ চলে আসেন। রাত সাড়ে ১১টার দিকে রুপসা বাজারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, শরিফের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে।
হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
মন্তব্য করুন