নিখোঁজের ১০ দিন পর নারীর মরদেহ উদ্ধার
নিখোঁজের দশদিন পর মোছা. আঞ্জুয়ারা (৫৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাইল সেতু সংলগ্ন খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে তার ভাতিজা ইমদাদুল হক এসে আঞ্জুয়ারাকে শনাক্ত করেন। মৃত আঞ্জুয়ারার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নাপারঘাট এলাকায়। সে ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পাবনাইল সেতু সংলগ্ন ডোবার পানিতে একটি মরদেহ দেখা যায়। একে একে গ্রামবাসীরা এসে মরদেহ দেখতে ভিড় করেন। মরদেহের পরিচয় না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। আঞ্জুয়ারাকে শনাক্ত করেন তার স্বজনরা। মৃত নারী একজন মানসিক ভারসাম্যহীন। গত ১৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন আঞ্জুয়ারা। পরে গত পাঁচদিন আগে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন