• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪
দেবীগঞ্জ থানা
ফাইল ছবি

পঞ্চগড়ে বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আমির আলী (৩৫)। বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। সে সম্পর্কে ভুক্তভোগীর ফুপাত ভাই।

এই ঘটনায় দেবীগঞ্জ থানায় নারী ও শিশু দমন নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (২১ ফেব্রুয়ারি) ওই ছাত্রীর মা প্রতিদিনের মত বাদামের মিলে শ্রমিকের কাজ করতে যান।

এদিকে ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে আমির আলী তাদের ঘরে প্রবেশ করে। ছাত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখায়। সেই সাথে পড়নের কাপর ছিড়ে ফেলে জোড়পূর্বক তাকে ধর্ষণ করে।একপর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত আমির আলী পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

পামুলি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য গৌরিকান্ত রায় জানান ফুপাত ভাই কর্তৃক মামাত বোনকে ধর্ষনের ঘটনা শুনেছি। অভিযুক্ত আমির আলীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত আমির আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১
নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল