বরগুনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
বরগুনার পাথরঘাটায় মহিউদ্দিন বাবু নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় বাবুকে বরিশাল শের-ই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী বাবু জানান, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় সুমন, জাকির, হেলাল, সোহেল, ইউনুসসহ তার বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষ। এতে ক্ষতবিক্ষত হয় তার শরীরের বিভিন্ন স্থান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে পাথরঘাটায় পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা এড়াতে পাথরঘাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন