প্রেমিকের বাড়িতে কিশোরীর মৃত্যু, অতঃপর....
গাজীপুরে প্রেমিকের বাড়িতে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কিশোরী ভবানীপুর এলাকার আরমান হালদার বাড়ির ভাড়াটিয়া মাসুদ মিয়ার মেয়ে কুলছুম। আর তার প্রেমিকের নাম আসাদ।
স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর কুলছুম প্রেমিক আসাদের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় আসাদের পরিবার।
আসাদের পরিবারের ভাষ্য, কুলছুম আসাদকে পছন্দ করতো কিন্তু আসাদ পছন্দ করতো না। এদিন আসাদ রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলছুমের মায়ের দাবি, আসাদ আমার ১৩ বছরের মেয়ে কুলছুমকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। শুক্রবার সকালে তারা আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে হত্যার পর হাসপাতালে নিয়ে যায়। এখন তারা মিথ্যা বলছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল বলেন, আসাদের পরিবারের দাবি মেয়েটি আত্মহত্যা করেছে। আর কুলছুমের পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর কেউ আসামি হলে তাকে বিচারের আওতায় আনা হবে।
মন্তব্য করুন