• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

থানার কাছেই পুলিশকে যুবকের ছুরিকাঘাত

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১০
আটক সেলিম ইসলাম (সংগৃহীত ছবি)

রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আহত করেছেন সেলিম ইসলাম (৩০) নামের এক যুবক।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দূর্গাপুর থানার মোড়ে ঘটনাটি ঘটেছে। আহত ওই পুলিশ কনস্টেবলের নাম ফিরোজ আহম্মেদ (৩৭)।

জানা গেছে, এদিন দুপুর দুইটার দিকে দূর্গাপুর বাজারে সোনালী ব্যাংকের সামনে দিয়ে কনস্টেবলের ফিরোজ যাচ্ছিলেন। এসময় সেলিম তার সমানে এসে দাঁড়ায়ে একে অপরের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে সেলিম তার পকেট থেকে ছুরি বের করে ওই কনস্টেবলের পেটের ভেতরে আঘাত করে। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে হোজা দক্ষিণ পাড়া গ্রামের আনসার আলীর ছেলে সেলিম (৩০)। আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আটক সেলিমের ভাই মজনু জানিয়েছেন, সেলিম রেজা মানসিক রোগী। তাকে কাজের সন্ধানে সৌদি আরবে পাঠানো হয়। এক সময় সেখানে পুলিশের হাতে আটক হয়, জেলও খাটে। এরপর তাকে সেই দেশের পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত দুই বছর আগে সে দেশে আসে। এরপর থেকে সে মানসিক রোগী হয়ে যায়।

দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতে আমাদের এক পুলিশের সদস্য আহত হয়েছেন। আমি থানার বাইরে আছি, ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে জমিজমা বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা, পুলিশের সতর্কবার্তা
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ