• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্রলি, নিহত ১ 

আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮
আদিতমারীতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্রলি, নিহত ১ 
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (২৮) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।

নিহত ট্রলিচালক ফরিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে আলুবোঝাই ট্রলি নিয়ে হিমাগারে যাচ্ছিলেন ট্রলিচালক ফরিদুল ইসলাম। সাপ্টিবাড়ি বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক আলুর ট্রলিটিকে ধাক্কা দেয়।

এতে ট্রলিটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রলিচালক ফরিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের ধাক্কাকে হত্যাচেষ্টা বলার কারণ জানালেন সারজিস
ফের হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা
ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু