• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

শেরপুরে বসতবাড়িতে আগুন, দাদি-নাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮
শেরপুরে বসতবাড়িতে আগুন, দাদি-নাতির মৃত্যু
ছবি : সংগৃহীত

শেরপুর সদরের এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় ওই বসতবাড়িটে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও আগুনে ৪টি গরুও পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফিরোজা বেগম (৭০) ও তার নাতি শরিফ (৭)।

নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, আজ ভোরে ফিরোজা বেগমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় চারটি গরুও পুড়ে মারা গেছে।

এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সচিবালয়ের আগুন, নাশকতা নাকি দুর্ঘটনা এখনই বলা যাবে না: ফায়ার সার্ভিস
যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ