• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, বাইকচালক নিহত

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, বাইকচালক নিহত
ছবি : সংগৃহীত

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাইক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হন।

জানা যায়, নিহত বাইক চালকের নাম মো. সালেহ (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদ (৩৯) একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হন।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত
বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
বান্দরবানের সেরা ১০টি দর্শনীয় স্থান