• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সন্দ্বীপ থানার ওসির পিপিএম পদক লাভ

সন্দ্বীপ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) পদক পেয়েছেন। মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সন্দ্বীপ থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে।

রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) প্রাপ্ত হওয়ায় সন্দ্বীপবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

ওসি কবির হোসেন আরটিভিকে বলেন, পিপিএম পদক সবার স্বপ্ন থাকে। এ অর্জনে আমি খুবই আনন্দিত। আমি সবসবয় সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছি। পুরস্কার প্রাপ্তি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। আইন শৃঙ্খলা রক্ষার এবং মানুষের সেবা করা আমার দায়িত্ব ও কর্তব্য।

তিনি আরও বলেন, যতদিন পুলিশ বিভাগে থাকবেন এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার যানজট