ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বেইলি রোডে আগুন

কুমিল্লার দু’বোনসহ নিহত ৩ জনের বাড়িতে চলছে মাতম

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মার্চ ২০২৪ , ০৪:১৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার আপন দু’বোনসহ তিনজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

তারা হলেন, কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়নের চরবাড়িয়া এলাকার ব্যবসায়ী হাজী কোরবান আলীর ২ মেয়ে ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিশা।

রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ও সাদিয়া আফরিন আলিশা ঢাকার ভিকারুননিসা স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ ঘটনায় কোরবান আলীর ভায়রা ভাই কুমিল্লা সদর উপজেলার বাসিন্দা আবদুল কুদ্দুসের মেয়ে সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নিমু (১৮) মারা যায়। তিন বোন একসঙ্গেই কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলন।

শুক্রবার (১ মার্চ) সকালে তিনজনের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে আসে স্বজনরা। এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে বাড়ির পরিবেশ। দূর-দূরান্ত থেকে স্বজনরা এসেছেন সান্ত্বনা দিতে।  

দুই মেয়ে হারিয়ে পাগল প্রায় গার্মেন্টস ব্যবসায়ী কোরবান আলী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |