• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২৪, ২১:৫৮
লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় নিহত ১
ছবি : সংগৃহীত

লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাট মহেন্দ্রনগর বাইপাস সড়কে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফজলুল হক (৬৫) নামের ওই ব্যক্তি লালমনিরহাট শহর থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, অপারেশনজনিত কারণে অসুস্থ শরীর নিয়ে লালমনিরহাট শহর থেকে বাড়ি ফিরছিলেন ফজলুল হক। বাড়ির পাশে অটোরিকশা থেকে নেমে হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় অপর একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। সেসময় তার অপারেশনের সেলাই খুলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা 
রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষ, নিহত ১