লাইসেন্সের মেয়াদ শেষ, ধামরাইয়ে হাসপাতাল সিলগালা
লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার ধামরাইয়ে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ ) দুপুরে অভিযান চালিয়ে মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারটি সিলগালা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লার মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং হেলথ এইড ডিজিটাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এদের মধ্যে মুনমুন চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ২০২০ সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন করা ছিল। এরপর আর লাইসেন্স নবায়ন না করায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়া হেলথ এইড ডিজিটাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা, অপারেশন পরিচালনাকারী টেকনোলজিস্টদের শিক্ষাগত যোগ্যতা এবং পরিচালিত ডায়াগস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন