ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সারিয়াকান্দিতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৪ মার্চ ২০২৪ , ১১:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়া সারিয়াকান্দিতে নাছিম মিয়া (১৪) নামে একজন নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) রাত ১০টায় গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে তারই মামাতো ভাইয়ের গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে এবং তিনি ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রোববার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। তারপর নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত ২৬ ফেব্রুয়ারি সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়েরি করেন। এ ঘটনায় গত রোববার সারিয়াকান্দি থানার পুলিশ বিকাশের দোকান থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাছিমকে হত্যা করা হয়েছে। আটক অপহরণকারীর তথ্যানুযায়ী, সোমবার রাত ১০টার দিকে নাছিমের মামাতো ভাই এনামুলের (১৯) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এনামুল গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম শ্রেণির ছাত্র। অভিযান পরিচালনা করে এনামুলের বসতবাড়ির একটি গোয়ালঘরে মাটি খুঁড়ে হাত পা বাঁধা অবস্থায় একটি বস্তার ভেতর নাছিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

পুলিশের বরাতে জানা যায়, অপহরণের পর একটি মোবাইল ফোনে নাছিমের বাবার নিকট থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী। পরে নাছিমের বাবা ২০ হাজার টাকা বিকাশে মুক্তিপণ পাঠিয়ে দেন। মুক্তিপণের ওই ২০ হাজার টাকা তুলতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরে অপহরণকারী। অপহরণকারীর নাম ঠিকানা পুলিশ পরে প্রকাশ করবে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গাবতলি সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে সবকিছু প্রকাশ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |