পানছড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়িতে ঝুলন্ত অবস্থায় অলেন্দ্র ত্রিপুরা (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার থৈও মারমার টিলা থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত অলেন্দ্র ত্রিপুরা উপজেলা সদরের যৌথ খামার এলাকার বাসিন্দা।
নিহতের স্ত্রী জানান, সর্বশেষ দুপুর ১২টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়েছে। তারপর গোসল করার কথা বলে চলে যায়। কিন্তু বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে খুঁজে দেখি জঙ্গলের ভেতর মৃত অবস্থায় গাছের সঙ্গে ঝুলে আছেন আমার স্বামী।
নিহতের ছেলে মনা ত্রিপুরা জানান, আমার বাবার মানসিক সমস্যা আছে। হয়তো সে কারণে এমনটা করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম আরটিভিকে জানান, আমরা সুষ্ঠু প্রতিবেদনের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করবো।
মন্তব্য করুন