রাজধানীর তুরাগে স্বামীর হাতে নির্যাতিত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম লতিফা (২৮)। স্বামীর নাম রবিউল ইসলাম।
মঙ্গলবার (৫ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।
এস আই ইব্রাহিম মোল্লা বলেন, লতিফার স্বামী তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। দিয়াবাড়ি মেট্রোরেল তিন নম্বর খুঁটির কাছ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কক্সবাজার সদর উপজেলার তারাবুনিয়ারচর গ্রামের ইমন সিকদার এর মেয়ে লতিফা। তার স্বামী রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে।