• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ২১:৩৫
ইউপি চেয়ারম্যান আবুসুফিয়ান

দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলার আলীহাট ইউপি চেয়ারম্যান আবুসুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানে স্বাক্ষরিত একটি চিঠি আমি বুধবার বিকেলে পেয়েছি। সেখানে উল্লেখ আছে যে, হাকিমপুর উপজেলার ৩ নং আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভিডব্লিউবি’র ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক দিনাজপুরের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ৫ মার্চ ১৮৮নং প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করেছে।

দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক দেবাশীষ চৌধুরী বলেন, চাল আত্মসাতের অভিযোগে আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ কর্ম দিবসের মধ্যে চূড়ান্তভাবে কেন আবু সুফিয়ানকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না, জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে চূড়ান্ত রিপোর্ট প্রদানের অনুমতি চেয়েছেন। আমরা চাই যে অপরাধ করবে তার যেন সঠিক বিচার করা হয়। জনগণের সঙ্গে যে প্রতারণা করবে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমরা খুব দ্রুতই প্রতিবেদন পাঠাব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের হাড়ভাঙা পরিশ্রম সার্থক, মেডিকেলে চান্স পেয়েছেন মেয়ে
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক
বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে গণসংবর্ধনা