মাথায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছ পড়ে মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কুমারগঞ্জ বাজারের কাছে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
নিহত ইসমাইল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে। তিনি লাহিড়ী ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন কয়েকজন। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে গাছটি ইসমাইল হোসেনের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এ সময় গাছটি পড়ে দুর্ঘটনাটি ঘটে।
মন্তব্য করুন