• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ০৫:৫৩
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মানিকছড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মানিকছড়ি থানার এসআই তানভীর আহতাম ও তার সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম থেকে মোটরসাইকেল বিক্রি করার সময় রমজান নামের এক ব্যক্তিকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনটহরি বাজার থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেলসহ মো. আবদুল গফুর (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে মো. রমজান (২৮) ও তিনটহরী পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. আবদুর রাজ্জাকের ছেলে মো. আবদুল গফুর (৩৬)।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,আমাদের অভিযানে ২ চোরাকারবারিসহ চোরাইকৃত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার, আটক ২
নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ২