• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

হাতিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৫:৫৫
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ল‌লিতা বালা দাস (৮০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ) ভোরের দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

ল‌লিতা বালা দাস হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ল‌লিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোরর দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে একঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোলরুম
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলে আটক
হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় জালসহ ট্রলার জব্দ 
হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু