• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৯:৫০
পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 
মহিউদ্দিন আহমেদ

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ শফিকুল ইসলামকে ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

শনিবার (৯ মার্চ) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

পটুয়াখালী পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বর্তমান মেয়র জগ মার্কা প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক) ২৩৭ ভোট, আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ৪৪০ ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক) ২০৮ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের আলো ফেরার অপেক্ষায় প্রহর কাটছে নির্মাতা মাসুদ মহিউদ্দিনের
বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ 
৩ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে
টানা ১১ বার সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম