ত্রিশাল পৌরসভার মেয়র হলেন বিএনপি নেতা আমিন সরকার
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আমিন সরকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে নারিকেল গাছ প্রতীক নিয়ে আমিন সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বতর্মান সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিসের স্ত্রী মোছা. শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
এর আগে এ দিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ১৪টি ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের সংখ্যা ১৩ হাজার ৬৪ ভোট। এতে ভোট পড়েছে শতকরা ৪৪ দশমিক ৭৭ শতাংশ।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান মেয়রের পদ থেকে অব্যাহতি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরে তিনি গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন। যে কারণে ওই পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন