সন্তান বিক্রির পর অনুশোচনায় ৯৯৯ নম্বরে মায়ের ফোন, অতঃপর..
গাজীপুরের কোনাবাড়িতে সন্তান বিক্রি করার পর অনুশোচনায় ৯৯৯ নম্বরে এক মায়ের ফোন কলের পর বিক্রিত সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মর্চ) দুপুরে কোনাবাড়ি থেকে ওই নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে কান্নায় ভেঙ্গে পড়েন।
পুলিশ জানায়, ফোনে ওই নারী বলেন, ‘আমি একটা ভুল কইরা ফালাইছি। তিন দিন আগে আমার এক মেয়ে সন্তান জন্ম নেয়। আমার স্বামী নাই। তারে মানুষ করতে পারমুনা ভাইব্বা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি কইরা দিছি। আগের ঘরের ছয় বছর বয়সী আরেকটা মেয়ে আছে। প্রথম ঘরের মেয়েরে মাইন্না নেয়না দেইখা দ্বিতীয় স্বামীর লগে তিন মাস আগে ছাড়াছাড়ি হইয়া গেছে। মেয়ে বিক্রির টাকা এহনো ছুইয়া দেখি নাই। ওই টাকা ফিরাইয়া দিয়া আমার মেয়েরে আমি ফিরত চাই। দয়া কইরা উদ্ধারের ব্যবস্থা করেন। আমার মা-বাবা কোনো আত্মীয় নাই। আমি এতিম।’
ওই নারীর দেওয়া এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল আনোয়ার কোনাবাড়ি থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। এরপর কোনাবাড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাজীপুরের নামাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে কলার মায়ের কাছে বুঝিয়ে দেয়।
কোনাবাড়ি থানা পুলিশের এসআই কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত সন্তান তার মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন