• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আশুলিয়ায় ২ হাসপাতাল সিলগালা

আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৪, ২০:০০
বেসরকারি হাসপাতাল
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিভিন্ন অনিয়ম ও নিবন্ধন না থাকায় দুইটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় নিবন্ধন না থাকায় সাভারের আশুলিয়ার পলাশবাড়ি মহল্লায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতাল ও একই এলাকার তাবিল মেডিকেল হসপিটাল সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ায় দুইটি হাসপাতালে অভিযান চালাই। এদের মধ্যে সোহেল স্কয়ার হাসপাতালের কোনো নিবন্ধন নেই। তারা উপজেলা প্রশাসনকে দেখে ভেতরে রোগী রেখে বাইরে থেকে হাসপাতালে তালা দেয়। পরে ভবন মালিকের সহায়তায় তালা ভেঙে হাসপাতালে প্রবেশ করা হয়েছে। অন্যদিকে তাবিল মেডিকেল হসপিটালের নিবন্ধন না থাকায় হাসপাতাল সিলগালা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা, সেই নারী আটক
সাভারে টেক্সটাইল কারখানায় আগুন