ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পাবনা
চৈত্র মাস আসতে বাকি আর মাত্র চার দিন। ইতোমধ্যেই বিদায় নিয়েছে শীত। তবুও যেন বিদায় নেওয়া শীত ফের ফিরে এসেছে পাবনায়। রোববার রাতে প্রচণ্ড ঠান্ডা আর সোমবার (১১ মার্চ) সকালে পাবনা ঢাকা পড়েছিল ঘন কুয়াশায়।
আবহওয়ার এমন বিরূপ আচরণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
পাবনা শহর এবং জেলা সদরের বাইরে গ্রামাঞ্চলেও একই রকম আবহাওয়া দেখা গেছে।
স্থানীয়রা জানান, পাবনাজুড়ে দেখা মিলছে আবহাওয়ার ব্যতিক্রমী রূপ। দিনে গরম, রাতে শীত। এ রকম বিরূপ আবহাওয়ায় অনেকেই কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন।
তিনি জানান, রোববার (১০ মার্চ) ও সোমবার (১১ মার্চ) জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২-১ দিনের মধ্যে এ অবস্থা কেটে গিয়ে শীত বিদায় নেবে।
মন্তব্য করুন