• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২৪, ১৬:০২
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১১ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।

তিনি জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারচালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় একই পরিবারের ৪ যাত্রী আহত হন। সোহাগ মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

তিনি আরও জানান, একই মহাসড়কের ধুসর এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালক কুদ্দুছ মোল্লা (৫৫) মারাত্মক আহত হলে তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুদ্দুছ মোল্লা কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২