গরু চুরি করে জবাই, হরিণের মাংস বলে বিক্রি
বাগেরহাটের মোংলায় চুরি করা গরু জঙ্গলে জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে।
রোববার (১০ মার্চ) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলার বাদী চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার।
মামলায় নজরুল জমাদ্দার উল্লেখ করেন, সুন্দরবনের পাশে তার বসবাস। তার আয়ের উৎস গাভিটি। রোববার সকালে গরুটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। দুপুরে মাঠে গিয়ে আর গরুটি খুঁজে পাননি।
তিনি আরও উল্লেখ করেন, অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন গাভিটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাক ব্যাপারী চুরি করেছেন। পরে সুন্দরবনের ভেতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম।
তিনি বলেন, গরু চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন