• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

আ.লীগ নেতার ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ১৩:৩৯
আ.লীগ নেতার ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পাভেল আকন্দ। ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পাভেল আকন্দ (৩৯)।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পাভেল রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

ওসি মাসুদ বলেন, গত ৯ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হন পাভেল আকন্দ। পরে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

ওসি মাসুদ আরও বলেন, মোবাইলের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বল্লমঝাড় ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে গেছে হত্যাকারীরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা জসিম গ্রেপ্তার
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ আ.লীগ নেতা অবনী মোহন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার