• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

নিখোঁজের তিনদিন পর রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার 

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২৪, ২১:৩১
ছবি : আরটিভি

বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর আজাদ হোসেন (২১) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

বুধবার দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। সেইসঙ্গে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় সিএনজি উল্টে প্রাণ গেল শিশুর
ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা
খেজুরের রস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে
সখীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ মিলল লেবু বাগানে